আসে যায় মাঝখানে সামান্য সময়

মাহমুদ কামাল

 

আসে যায় মাঝখানে সামান্য সময়

এর মাঝে ঝর্ণাধারা এর মাঝে ঢেউহীন নদী

যখন অচেনা সুর বেজে ওঠে বিকল্প বাগানে

শোক তাপ তুলে রেখে ভ্রমণে – বিষাদ জাগে ভোর

অপাপ ভোরের শুচিস্নিগ্ধ হয়ে উঁকি দেয় রোদ

জীবন-যতির ছায়ায় অতিদ্রম্নত বিকেলের নদী

বিকেল পড়ন্ত হয়ে ঢেউগুলো নীরব সন্ধ্যায়

রাতের যৌবনধ্বনি স্রোতনদী ভেঙে দেয় বৃতি

এভাবেই আসে যায় মাঝখানে সামান্য সময়

এই নিয়ে এতকিছু?