ইচ্ছেপাখি

নাসরীন নঈম

 

একটি টাটকা কবিতার জন্য

আমার কলম কাঁপছিল বহুদিন

এখনো কাঁপছে।

আমি মনকে বোঝাচ্ছি থামো মন

যখন নির্জলা অবসরে যাবো

জীবন ঘষে ঘষে আগুন জ্বালাবো

অবশ্যই টাঙ্গাইল শাড়ির পাড়ের মতো

মিহি সুতার কবিতা আমার কলমে উঠবে।

 

আমি সেই কবিতাটি নিয়ে একবার শামসুর রাহমান

আল মাহমুদ নয়তো সুভাষ মুখোপাধ্যায় এবং

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে চলে যাবো

প্রেমেন্দ্র মিত্রের তেলেনে পোতা আবিষ্কারের কাহিনি

আমার কবিতাকে ঋতুবতী করলেই আমার আজন্ম

কবি হওয়ার স্বপ্নটি বাংলার আকাশে পাখি হয়ে উড়বে।