উৎসব শেষে

সরকার মাসুদ

 

উৎসব শেষে ফানুস ওড়ানো হবে

রং-তামাশার ভেতর থাকার মানে তো

ভেতরের ঘা ঢেকে রাখা প্রিন্টেড জামায়!

উৎসব শেষে উইপোকা উড়বে শত শত

জয়শ্রীর দীর্ঘশ্বাস লেগে থাকবে আমার চিবুকে।

 

উৎসব শেষে অনেক রাতে জোনাকপল্লবী ফিরে যাব

আমার জুতার ভেতর গোল হয়ে ঘুমিয়ে থাকবে অন্ধকার

দু’পায়ে জঙ্গল ভেঙে আমি আরো ভেতরে তাকাবো।

 

অত রাতে শাহবাগ আইল্যান্ডের হরিণশাবক

দিশাহারা, বিহবল

অত রাতে পল্টনের শাড়িপরা পরীদের ঝাঁক

আলোঝলমল!

 

বিদ্যুতের তারে ঝুলে আছে বাদুড়ের শেষ চিৎকার

আর

গাঢ় ঘুমের ভেতর দীর্ঘশ্বাস জলে ভেসে গেছে

একটা দাঁড়কাক টেনে টেনে ছিঁড়ে ফেলছে ফুলের তোড়া!