এই আমি চেয়েছিলাম

মাহবুব সাদিক

ঝরনার কাছে ঘাসজমি

জলের কল্লোল

আকাশনীলের তলে

কাঠকুটো আর ঘাসে ছাওয়া

চারদিক খোলা অবারিত ছোটো বাড়ি –

সারাদিন হাওয়া দেবে হানা

সারারাত শিশিরের ধ্বনি

নিঃশব্দ শীতের কড়া নাড়া –

এই আমি চেয়েছিলাম – শুধু এই;

 

সংক্ষুব্ধ জীবন স্বপ্নের কপাট খুলে

বারবার দেখে নেয়

দ্যোতনাময় আলো ও আঁধার

চেতনার আনাচেকানাচে তারা

কোথায় করেছে কী!

দেখে নেয় স্বপ্নের এপিঠ-ওপিঠ –

 

ঝরনার কাছে ঘাসজমি

জলের কল্লোল

কাঠকুটো ঘাসে ছাওয়া ছোট বাড়ি

উদোম দরোজা-জানালা

উদ্দাম হাওয়ার তা-ব

আর তুমি –

এই আমি চেয়েছিলাম সারাটা জীবন।