একটি বিনতি

অলোকরঞ্জন দাশগুপ্ত

(গৌরীশংকর দে প্রিয়বরেষু)

 

চড়ুইভাতির ছলে আমাদের নিয়ে গিয়ে ডেকে

নিভৃতে চিনিয়ে দিলে বেড়াচাঁপা চন্দ্রকেতুগড়,

তখনও বুঝিনি কিন্তু আমাদের নিজস্ব শিকড়

ছিন্ন করে দিয়ে আমরা এগিয়ে চলেছি নির্বিবেকে

 

আসলে কি এগিয়ে চলেছি, নাকি ধ্বংসের গরজে

ভুলে গেছি আমাদের সমবেত আত্মপরিচিতি,

হে বন্ধু, তোমাকে যারা সমীপে জেনেছে তারা বোঝে

উত্তরাধিকার মানে আমাদেরই স্মৃতির সংস্কৃতি

 

আনম্র অটুট রাখা, এভাবেই দেখেছি তোমাকে

দশক দশক ধরে বিদ্যায়তনের পাশ ঘেঁষে

তুলসীতলার দিকে হেঁটে যেতে, খুঁজে পাও যদি

প্রত্নসভ্যতার কোনো নিদর্শন মায়াবী আবেশে,

পুরাতনী তাল ও তমালশ্রেণি প্রশ্ন ও প্রণতি

আকর্ণ জ্বালিয়ে দেখি তোমার দিকেই চেয়ে থাকে!