একদিন যাবো

মৃণাল বসুচৌধুরী

ইতিহাসে অবিশ্বাসী

নতুন প্রজন্ম এসে ডেকে গেল

আবিরখেলায়

পাখিদের অসম উড়াল

ঋতুচক্রে অন্তহীন নিঃসঙ্গ ভ্রমণ

অভিজ্ঞান

পরিদের মায়াময় হাসির মুগ্ধতা

শরীরের আদিম সৌরভ

ঘুমের ওষুধ কিংবা

সামুদ্রিক লোভ

সমস্ত সরিয়ে রেখে

যাবো বলে

পা বাড়াতেই

ছুটে আসে কলাবতী সাপ

বেজে ওঠে সুরেলা নূপুর

 

যাবো

অলৌকিক নৃত্যকলা

উন্মুখ সাঁতার

অসমাপ্ত কান্না আর

স্বপ্নের বিভ্রম ফেলে

তোমাদের আবিরখেলায়

একদিন   শব্দহীন

দ্রোহহীন

ঠিক মিশে যাবো

ডাকাবুকো পোশাক সরিয়ে

ছুঁয়ে আসবো

তোমাদের বিশুদ্ধ শরীর