এক বৃষ্টির বিকেলে

সুহিতা সুলতানা

 

এক বৃষ্টির বিকেলে পর্যাপ্ত শীতও ছিল

চারপাশে সৌন্দর্যের বরফকুচি ক্রমশ

ঢেকে দিচ্ছিল রাতের পূর্ণ চাঁদকে!

তৃষ্ণার্ত কবি জ্যোৎসণাহীন সমুদ্রের

নির্জনতায় একটু একটু করে নিঃসঙ্গ

হয়ে ওঠে। দূরে বহুদূরে আগলে রাখে

পথের আল। ভিন্ন চোখে যা দেখা যায়

অসংখ্য বালুরাশি জীবনকে হাতছানি

দিয়ে ডাকে। আনন্দহীন অদ্ভুত অতীত

গ্রামে প্রতিশ্রুতির কোনো মূল্য নেই

সে গভীরতা বলতে যা বোঝে লাল

মদ আর শূকরের মাংস। প্রেমের গল্প

বলতে বহুগামী পাখিদের ইতিহাস