এখনো পারনি

অরুণাভ সরকার

হয়তো তুমিই পার এই পৃথিবীকে
বরফের মতো সাদা
মানবতায় ঢেকে দিতে
তখন জেএমবি সদস্যরা আর
রক্তাক্ত করবে না উঠোন
গঙ্গার প্রবাহ নিয়ে বিতন্ডা হবে না
কাশ্মীরে হবে না কোনো রক্তপাত
করাচিতে খুনোখুনি
লেবাননে পড়বে না আর বোমা
সমস্ত ট্রিগার থেকে ফিরে যাবে সন্ত্রাসী আঙুল
কোনো নাইন ইলেভেন হবে না কোথাও
বাগদাদে বন্ধ হবে ছিন্নমস্তা খেলা
ইরানের আণবিক বাগানে ফুটবে গোলাপ
বলদর্পী দেশ, সেও খুব দুগ্ধপোষ্য হবে
হবে? হয়তোবা তোমার ইচ্ছায়
পৃথিবী তখন এক স্বপ্নরাজ্য হবে
তখন কোথাও কোনো ক্রন্দন থাকবে না
থাকবে না ক্রোধের স্ফুলিঙ্গ
হয়তোবা তুমিই তা পার

পার, কিন্তু এখনো পারনি