এখন আমার সময় আমিই শাসাব

হারিসুল হক

 

এখন আমার সময় আমিই শাসাব

হে আমার সময়, তুমি এখন কব্জিবন্দি  ভীরু ভিমরুল

আমার আস্তিনের কোণে ঢাকা পড়ে আছ

থাকো একান্ত অনুগত সারমেয় সেজে নিশ্চুপ থাকো

যদি সাধ হয় মাঝে মাঝে আমার নামের সাথে ওংকার তোলো

 

তুমি জান ইচ্ছে করলেই এখন  আমি  চাকা  ঘুরিয়ে রাতকে দিন

আর দিনকে রাত করতে পারি। প্রমত্ত ঝড়ে উত্তাল করে তুলতে পারি

নিস্তরঙ্গ সাগর মোহনা  যেমন মেঘের গর্জন শুনে নেচে ওঠে তাতানো ময়ূর

 

অত সহজেই তোমায় বাগে আনা যায়নি সে তোমারও জানা

ভীষণ পিচ্ছিল তুমি জাত সরীসৃপ – ছাই চেপে আনতে হয়েছে কাছে

এখন আমার সময় অতএব আমিই শাসাব

 

থাকো

আমার বাঁ-কব্জিতে নাছোড় জোঁকের মতো লেপ্টে  থাকো

প্রতি পলে অণুপলে বুঝে নিতে চাই তুমি আমারই আছ

প্রবহমান রক্তের লম্ফনে উল্লম্ফনে ক্রিয়াশীল তবু সুবিনীত থাকো তুমি

বিরস বিড়াল।

হে আমার পোষ্য বানর, এক মৃত্যুঞ্জয়ী  ডুগডুগি আমি ধরেছি বাঁ-হাতে

যখুনি ইচ্ছে তখুনি অমোঘ – একবার নাচো তো দেখি…

এখন আমার সময় অতএব আমিই শাসাব