এ তুমি চর্যাপদ

দুলাল সরকার

 

হাজার ভাষার মধ্যে তোমাকে চিনি

হাতে হাত রেখে অাঁধারেও বুঝি

এ তুমি আমার মাতৃভাষা, বাংলাভূমি;

 

হাজার ফুলের গন্ধের চেয়ে

তুমি যে বিশেষ একটি গোলাপরানি

লক্ষ বৃক্ষের মধ্যে আমার সে-দারুচিনি,

 

তোমার নদীতে হাজার জলের ঢেউয়ে

এ তুমি আমার বিশেষ তৃষা

আবেগ পুড়নে অবগাহনের ভাষা

মন খুলে তোমাতেই কথা বলি

খুলে খুলে দেখি পাপড়ির প্রতিমায় অধরে অধর রাখি;

 

হাজার স্পর্শের ভেতরে বুঝি

এ তোমার ধ্বনি, দীর্ঘশ্বাসের বাঁশি

নখের নরম সাদা হাসি – বিদ্রোহী সাঁওতালি,

যেমন তোমাকে অন্ধ বাউল বুঝি

এ তুমি আমার মাতৃভাষা, আমার আত্মকথা

এ তুমি আমার বোষ্টুমি;

 

যেমন অনেক গন্ধ থেকে বুঝি

এ তোমার গাঁও ভোরের পাখি –

হাজারো ভাষার মধ্যে এই বর্ণমালা

এ আমার রুদ্রবীণা

এ আমার চর্যাপদখানি, প্রাচীন পুঁথির মালা।