কাঁটা

সেলিম মাহমুদ

 

সাবধানে পথ চলো, পথ যেন না হয় পিচ্ছিল।

কাঁটা, ঝোপঝাঁড় থাকলেও সাথে

না থাকুক সীমা-লঙ্ঘনের কাঁটাতার।

বড় বৈরিতায় বয়স বাড়ছে আজকাল

না পাচ্ছি বন্ধন, না কোনো প্রণোদন।

ইলিশের কাঁটা নিজেই গলার কাঁটা হয়ে

ভয় দেখাচ্ছে রসনা-বাসনায়।

 

কেমন যেন শরীর-সওয়া এক গা-ঘিনঘিনে পরিস্থিতি নিয়ে

উদ্যাপন করছি সেরা, মরা দিনগুলি!