কাঠুরিয়া কাঠ কেটে যায় বনে

সৈয়দ সারোয়ার

 

 

এক বিশাল বনে কাঠুরিয়া কাঠ কেটে যায়

আমার মনে দেখি সেই ছবি

ঝরাপাতার নূপুরে কাঠুরিয়ার কুঠারে

বেজে ওঠে যে-সুরের ধ্বনি

সে-সুর আমি শুনেছিলাম কোথা থেকে

মনে নেই গো, মনে নেই গো সবই।

 

কাঠুরিয়ার কুঠারে কে একজন স্বর্গীয়

ছড়িয়ে দিলো জ্যোতি

কেন জ্যোতি কিসের জ্যোতি

মনে নেই গো, মনে নেই আর

কোথায় ছিলাম আমি!

 

একটি পাখি বললো কাঠুরিয়াকে

কাঠুরিয়া, ও কাঠুরিয়া, হলে নাকি কবি

ভুলে গেলে সবই

এই যে বন, এই যে মন

এই যে তোমার ফেলে আসা ছবি।

 

এক বিশাল বনে কাঠুরিয়া কাঠ কেটে যায়

আমার মনে দেখি সে-ছবি

কাঠ কাটা হলে সারা

কাঠুরিয়ার সঙ্গ-ছাড়া

শূন্য হবে বন

কোথায় তখন যাবো আমি

কোথায় থাকবে মন!