কিছু একটা

মেহেদী ইকবাল

কিছু একটা ধরতে চাই

ধরতে চাই লাল, নীল কিছু

হলুদ পাখিটির মতো কিছু

ফড়িঙের ডানার মতো কোমলতা কিছু।

 

কিছু একটা ধরতে চাই

জ্যোৎস্নার ছোঁয়ালাগা জলের

ঝিকিমিকি কিছু। রুপোলি মাছের চোখে

মায়াভরা স্বপ্নের মতো কিছু।

 

কিছু একটা ধরতে চাই

ধরতে চাই ফেলে আসা মেঠোপথ

জোহরার কালো চুল, হু-হু হাওয়া

ঘাসেদের মমতা নিয়ে ভোকাটা ঘুড়ির সুতো

দুহাতে জড়াতে চাই।

 

জীবনের অপ্রাপ্তিগুলো উড়ে যাক

পরিযায়ী পাখিদের সাথে। শুধু

ধরতে চাই প্রাপ্তিগুলো, নিঃশব্দ ভালোবাসা

বৃষ্টিতে কাকভেজা, মায়ের বকুনি শেষে

ভাপ ওঠা সাদা ভাতের আদর…