কোরাস

সেলিম মাহমুদ

 

সন্ধ্যা থেকে রাত, নিড়ানি দিলাম

সন্ধ্যাতারা-সন্ধ্যামালতী কোরাস ধরল ঝিঝিট-এ

মালকোষ বেঁধে

সমতলে ঝরালাম ঝর্ণাধারা

 

তারা উদারা মুদারা

এসব কান-প্রতিবেশী হলে

অর্ধেক পথ পার হয়ে আর অর্ধেকে বসাতাম

দিবস-যামিনী আমি যে তাহারে স্মরি

সেও কি এমন-ই?