গহিন কুয়াশা

রোকসানা আফরীন

তুমি না এলেই বুঝি ভালো
এই শব্দ শীতের শব্দ হয়ে যাক
বনভূমি ভরে উঠুক নিস্তব্ধতায়

নিজের ভেতরে যাই
নিজের ভেতরে গিয়ে
দেখতে ইচ্ছে করে
নদীর কী রং
কী বা ঠিকানা

প্রান্তরের গানের মতোন নিশিজাগানিয়া
গহিন কুয়াশা সুর তোলে
সেই সুর অতল জ্যোৎস্নাময়তার দিকে
নিয়ে যাক আমাকে…