গ্রহণ

রোকসানা আফরীন

 

নিজের ভেতরে থাকি

ডুবে যাই শামুকের মতো

কষ্ট পাই, কষ্ট পাই, কষ্ট পেতে থাকি

পুড়ে যেতে পারি বলে ভয় হয়

দ্বিধা-থরোথরো ওই অবিশ্রাম বাতাসের হাতে

 

তুমি কি করেছো ক্ষমা?

তুমি কি দিয়েছো নীল হাত?

হাতের আঙুল হতে

ডেকে কি দিয়েছো নীলফুল

 

আমি যে যাচনা করি

আমি যে রচনা করি প্রেম

জানি তুমি সেই রাজহংস

কবে থেকে কামনার আগুনে পুড়েছো,

এসো তবে, কথা রাখো,

আমাকে গ্রহণ করো

আততায়ী বাতাসের মতো…