দুটি কবিতা

সাবেরা তাবাসসুম

 

চুম্বক অংশ ১

 

যদি সময় থাকে, হে জীবন, আসুন এই চুম্বক অংশখানি পড়ি

 

প্রজন্ম তোমাকে কী দেয়?

 

প্রথমবার দুধদাঁত নড়ে উঠলে

তিনটে আঙুল মুখে পুরে আন্দাজ করে বুলিয়ে

হাঁ করে থাকা ছেলেকে আশ্বসন্ত করি,

ব্যথার সাথে তাকে পোষ মানাই,

তারপর হ্যাঁচকা টানে তুলে আনি, হ্যাঁ

আববা যেমন করে আনতেন – সময় বুঝে

মুছে আমার হাতে দিয়ে বলতেন, নাও এটা এখন তোমার

সামলে নিতে নিতে ছেলে প্রশ্ন করে, কী আনলে মা, দেখি?

হাত বদলে ওর তালুতে জিনিসটা রেখে বলি, কিছু না বাবাই, সাহস!

 

চুম্বক অংশ ২

শিশুমুখ, তুমি আমার জীবনে অলৌকিক বৈভব হয়ে এলে

শিশুমুখ, তুমি ব্যগ্র-ব্যাকুল

শুধাও, ‘তোমার কী হয়েছে?’

বলি, ‘জ্বর, বাবা’

‘জ্বর কে, হ্যাঁ?’

বলি, ‘জ্বর কেউ না।’

‘কী করে এলো? পাঁজি, তোমাকে কষ্ট দেয়’ –

শিশুমুখ চায় জেনে নিতে, ‘জ্বর কোথায় থাকে?’

তুমি অলৌকিক বৈভব হয়ে এলে, শিশুমুখ

বলি, ‘জ্বর বাড্ডায় থাকে।’