চেয়েছিলাম

শাহজাহান হাফিজ

 

চেয়েছিলাম আলো, অনেক অনেক আলো! তার বদলে –

আমাদের চারিদিকে এখন জমে উঠছে কেবলই অন্ধকার;

বিশাল বিপুল অন্ধকার!

এই কি আমাদের ভাগ্যলিপি, জন্মভূমি, জননী আমার?

 

চেয়েছিলাম সুবজ শস্যভূমি, স্রোতময় বেগবতী নদী,

উজ্জ্বল আলোকিত মানুষজন।

 

তার বদলে –

আমাদের চারিদিকে এখন শুধু শূন্য ফসলভূমি, জলহীন নদীহীন

বিবর্ণ দেশ;

বিপন্ন মানুষজন!

এই কি আমাদের ভাগ্যলিপি, জন্মভূমি, জননী আমার?

 

চেয়েছিলাম স্বদেশবাসীর জন্যে, একটুখানি শান্তি, একটুখানি সুখ!

শান্তি এখন কোথাও নেই; সুখ দ্রুতই মিলিয়ে যাচ্ছে সুদূরে!

 

চেয়েছিলাম আলো, অনেক অনেক আলো! তার বদলে –

আমাদের চারিদিকে এখন জমে উঠছে কেবলই অন্ধকার।

এই কি আমরা চেয়েছিলাম, জন্মভূমি, জননী আমার?

এটাই কি আমাদের নিয়তি?