জলজ জীবন

খোরশেদ বাহার

 

দিনের আলো, ধ্যুৎ ছাই লাগে না ভালো

নামুক অন্ধকার পৃথিবীজুড়ে রাত্রির আবাস

টুংটাং রিকশার শব্দ

ধোঁয়ার কুন্ডলী ভেসে যাক আপন ঠিকানায়

চায়ের কাপ পড়ে থাক খদ্দেরহীন।

খিল-আঁটা দরজায় না পড়ুক ভোরের টোকা

জানালার গ্রিলে জমে থাক অন্ধকারের বরফ

আর শীত সমুদ্রের তরল হাওয়ায়

বেশ পালটে যাই জলজ জীবনে

মীন রাশির এই জাতক।

 

ওখানে ছিলে না তুমি এখানেও নেই

আলোতে নেই তুমি অন্ধকারেও নেই

বরফে নেই তুমি পানিতেও নেই

শীতে নেই তুমি গ্রীষ্মতেও নেই।

 

চিত্রার জলে আর বাজে না তোমার ঘুঙুরের সুর

আলোতেই আছো বেশ ছিঁড়েছো মনের নূপুর।