জলবতী নারী

মুজিবুল হক কবীর

 

আমার কবিতা

দাঁড়ায় সংকটে, বিরহে তোমার পাশে –

ঋতুর নিয়মে

যখন আকাশ ছেয়ে যায় মেঘের আঁচলে

গভীর বিচ্ছেদ বাড়ে,

আষাঢ়-শ্রাবণ মাসে,

আসে বৃষ্টি, জলের সংসার –

যেন বৃষ্টিজলে ক্ষয়ে যায় হৃদয়ের ভার –

তুমি আছ কাছে –

তবু মনে হয় বেড়ে গেছে ব্যবধান,

প্রান্তরেখা ছেড়ে যেন আকাশসমান।

যদি বৃষ্টি বুনোট দিবসে কিংবা রাতে

ছুঁয়ে দিই তোমার শরীর,

টের পাই

অচেনা শব্দের ভিড় –

তুমি জলবতী নারী

আমার কবিতা-ইন্দ্রিয়-জগৎ সহজেই দাও পাড়ি।