জাগরণ

মোহাম্মদ রফিক

মৃত্যুর দুয়ারে খাড়া, বর্ণহীন নির্বাক নিস্তব্ধ
আকাশ গুমোট, রাস্তা ধূলি কীর্ণ,
বাস-ট্যাক্সি-স্কুটারের বেয়াদব ছোটাছুটি,
এন্তার ধুলোর ঝড়ে হতশ্বাস
মাথামুণ্ডু ঢাকা একা একটি বৃক্ষ
উবু হয়ে ড্রেনের ওপরে;

বৃষ্টি, দেখা নেই, হবে হবে করেও হলো না;
এমন সময় কথা নেই বার্তা নেই এক পশলা ঘূর্ণিহাওয়া
হঠাৎ মাতিয়ে দিলো চরাচর, বৃক্ষটির ডালপালা
ধুলো ঝেড়ে ফের এই দাঁড়াল সটান;

চতুর্দিক আলো, যদি একে আলো বলা যায়,
অচেনা পাখির ঝাঁক ফিরে এলো বৃক্ষের শাখায়;

এমন মহতী চিত্রকল্প কল্পনায়,
খুলে যায় পথচারী শরীরের জানালা-কবাট!
৮ জানুয়ারি ২০১৩