জাদুকর

ইকবাল হাসান

স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না সারারাত
নির্ঘুম জাগিয়ে রাখে, কখনো কখনো
কপালে হাত রেখে বলে, দেখি দেখি,
তোমার জ্বর উঠেছে কিনা! কখনোবা
ঘুমের ভেতরে বাড়ায় দু’হাত, বলে,
এসো, জানালার কাছে যাই, চাঁদ দেখি
স্বপ্নের ভেতরে আমি আকাশের দিকে
অবাক তাকাই। দেখি, দূরের আকাশে
এক উজ্জ্বল রাজহাঁস যার প্রতিটি পালক
থেকে ঝরে পড়ছে জ্যোৎস্নার নির্যাস…
স্বপ্নের ভেতরে স্বপ্ন কখনো কখনো
আমাকে টেনে নেয় তার বুকের ভেতর
বলে, এসো, এই নক্ষত্রপ্লাবিত রাত,
এই জ্যোৎস্নার প্লাবন আর এই উজ্জ্বল
রাজহাঁসটিকে স্মরণীয় করে রাখি। আমি
ধীরে ধীরে ডুবে যাই, ডুবে থাকি স্বপ্নের
ভেতরে। সহসা তাকিয়ে দেখি, আশ্চর্য
সিঁড়ি এক শূন্যে ঝুলে আছে আর তার
পাদমূলে অলৌকিক এক জাদুকর
অবাক রুমাল নাড়ে পরানের গহীন ভিতর।

টরন্টো, সেপ্টেম্বর ৭, ২০১৬