জীবনের ক্লোরোফিলে রোদে

হাসান হাফিজ

বনেই ফোটে না শুধু ফুল
আমরা জানি ভুল হয়ে
মনেও সে ফোটে
রাতের কুহেলি ছিঁড়ে চমৎকার
নবজাতকের মতো
ক্রন্দনে জানান দিয়ে
আলুথালু সূর্যও তো ওঠে
রোদ্দুর গড়িয়ে পড়ে
শিশু রোদ আলো মুঠি মুঠি
এতক্ষণে আঁধারের পর্ব শেষ
আপাতত লম্বাটে বিশ্রাম
নিরঙ্কুশ ছুটি

কবিও কি ছুটি চায়
গুটিগুটি পায়ে চলছে
স্বপ্নশিশু তার
কবি তো জীবনবাদী
মৃত্যু মোটে বাঞ্ছনীয় নয়
যতো থাক বিমর্ষ পাহাড়
কবি ও জীবন সত্য
মিলেমিশে মূর্ত একাকার।