জেগে থাকে অপ্রতিরোধ্য শাহবাগ

ফারুক আলমগীর

 

তোমাদের যাত্রা শুভ হোক প্রতিদিন প্রতিক্ষণ

হেমন্তে বসন্তে শীতে কী বর্ষার জলে থইথই

রৌদ্রকরোজ্জ্বল শরৎ কী গ্রীষ্মের নিদাঘ দুপুরে

তোমরা রচনা করো দৃঢ়-প্রতিরোধ প্রতিটি ঋতুতে

 

তোমরাই আমাদের স্বপ্নে সুপ্তিতে সতত

তোমরাই আমাদের মৃত্তিকার আকাশে বাতাস

তোমরাই আমাদের চন্দ্র-সূর্য নক্ষত্রের আলো

তোমরাই আমাদের সপ্তর্ষিমন্ডল ধ্রুবতারা

তোমরাই আমাদের দিবানিশির দিকদর্শন

তোমরাই আমাদের ভালোবাসার সৃষ্টিময় দিন

তোমরাই আমাদের নিত্য-তূর্য জীবনের জয়গান

তোমরাই আমাদের ভোরের ভৈরবী বসন্ত বাহার

তোমরাই আমাদের ইমন-পূরবী মিয়া কি মল্লার

তোমরাই আমাদের বাঁধভাঙা কল্লোল মেঘমাল্লার

তোমরাই আমাদের রৌদ্র-ঝলসিত খাপহীন তলোয়ার

তোমরাই আমাদের শক্তি দিয়েছ দাঁড়াতে পুনর্বার

 

তোমাদের কণ্ঠে পেয়েছি আবারো যুদ্ধজয়ের বিস্মৃত

–         ধ্বনি ‘জয়বাংলা’

তোমাদের ডাকে জ্বলে উঠে আবারো হিমালয় থেকে সুন্দরবন

–         হঠাৎ বাংলাদেশ

তোমাদের ডাকে আবারো পেয়েছি ফিরে সেই সাহসী প্রত্যয়

–         একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার