জয়শ্রীচাদর

হাফিজ রশিদ খান

 

একটি চবুতরের কাছাকাছি জয়শ্রীচাদর ঘিরে

ঝাঁক-ঝাঁক শালিক-পুরুষ নাচে বিভিন্ন মুদ্রায়

 

তখন ছিল না কোথাও রোদের প্রিয়তম দাগ

 

একজন নীলবর্ণ মাছি ডাগর-ডোগর চোখ মেলে

রজনীগন্ধার ঝোপে কাঁপছিল

 

রাতভর জয়শ্রীচাদরখানা ওর দিকে

আড়চোখে চেয়ে থেকে-থেকে

বলে গেল কেবল একটি কথা :

 

তোমার পাখার ঠিকরানো আলো আমার শরীরে জ্বালো…