ঢেউ উপাখ্যান

শিহাব সরকার

 

ঢেউ আসে, ঢেউ যায়

ঢেউ গোনে দুঃখী দীর্ণ রমণীরা

সৈকতে ঝিনুক অচেনা লতাগুল্ম।

জেলে, মাঝিমাল্লার লাশ জোয়ারে।

আহা বৃদ্ধ ডলফিন

অন্ধ তুমি? স্মৃতি-হারানো দলছুট

 

সমুদ্র রচিছে ঝড়ের পটভূমি

 

মধ্যরাতে প্রত্ন-দানবের গর্জন জলতলে।

প্রলয়মঞ্চের বাইরে দূরদেশে

শান্ত নদী বয়ে যায়, বেলাভূমিতে উৎসব

বাগানে পড়ে আছে মৃত পাখিরা।

 

দ্যাখো ধ্বংসস্তূপে

সারি সারি লাশে অনাদি ভোরের আলো

নদী শান্ত, সমুদ্র শান্ত

পাহাড়ি ঝোরার জলে বালিকা

দখিনের বন্দরে ভিড়েছে জাহাজ।

 

ঢেউয়ে ভেসে যায় আলখাল্লা

আরো ভাসে খড়ের চালা, বাঁশি

ঢেউ আসে, ঢেউ যায়।