তাবরেজির তবলাবাজি

মারুফ রায়হান

 

তিনি জাদুকর : ঝালাই-ঢালাই শব্দে কড়ি ও কোমলে

তাল ঠুকে দেন গাল যত বিসদৃশ বেভুল বিটেল

বোল তুলে অাঁকছেন ভোল পালটানো বহুল ভ্রান্তি

ঠোঁট টিপে স্বচ্ছন্দে সাধছেন সম, নেই বিন্দুসম শ্রান্তি

পুব বা ঈশান কোণ হতে আনেন একটি স্বরবর্ণ

জোড় খুঁজে নেন তার সুদূর নৈঋত নভঃ ছেনে

আওয়াজ বিনাই শব্দ দিয়ে মুহুর্মুহু তবলা বাজান

একবার শ্রুতি ছুঁলে সেই ধুন খুন করে বৈষয়িক বুদ্ধি

অক্ষরের অণুর পাশটিতে অনুপ্রাস ঢেলে দেয় সুধা

মধ্যমিলে মদ্যঝিলে রিনিকঝিলিক পুরাতন হীরে

ছুরি ও ফুল্লরা মিলেমিশে থাকে মোহমন্ত্র অন্ত্যমিলে

যুগল শব্দের মধ্যে যে-নৈঃশব্দ্য থাকে তার মেধা

মিশে যায় মেঘে, থামে সমকাল সর্বমন যোগ করে

আমাদের কবিরেজি মূর্ছা যাক – দীর্ঘজীবী হোক

তাবরেজি নামযুক্ত এক ভাবরেজির তবলাবাজি