তালপাতার কাঁপন

অনুরাধা মহাপাত্র

বিরহার্ত এই সুর কোন পথে নিয়ে যাবে আজ?
কতোকাল এ-পাথর সজীব রেখেছে তার বিভঙ্গের রং
মহাকাল যেভাবে শাশ্বত করে জ্যোৎসণার সণান
মন কেন মর্মেই আছে আজ জানা নেই তবু
দিগ্বধূর মুখে আজ মস্নান তালপাতার কাঁপন
যেই ট্রেন ছেড়ে যাচ্ছে তার নেই বিদায়ী বিভ্রম
মন তবু মর্মে আছে জেনে এই চোখে এত অস্তরাগ
ভালোবাসা তীরে এসে কেন ডোবে? জলের মাধুরী তবু
জেগে থাকে হায়!