তুমি শুধু বৃষ্টি

চঞ্চল শাহরিয়ার

ইস্কাটন গার্ডেনে বৃষ্টি নামুক
তুমি ভিজতে ভিজতে ফুটপাত
তারপর গাড়ির দরোজা খুলে
সিটে বসতে বসতে মুছে নেবে রেশমি কোমল
ঝলমলে চুল।

স্টিয়ারিংয়ে আমার হাতে হাত রেখে
বৃষ্টি দেখবে আবার…।
গাড়ি শাহবাগ পেরিয়ে ঢাকা ইউনিভার্সিটি
নাকি গাজীপুর ন্যাশনাল পার্কে ছুটে গেল
তুমি খেয়ালই করবে না।

তুমি শুধু বৃষ্টি তুমি শুধু মেঘলা আকাশ
তুমি শুধু জুঁই ফুলের গন্ধে বিভোর
আর বৃষ্টিভেজা ছাদ দেখে ফিরে যাবে
দূর অতীতের বন্দনায়।

তুমি শুধু স্বপ্নে থাকো
আমি চাই ইস্কাটনে বৃষ্টি।