তুরুপের তাস

মীর লিয়াকত

 

তুরম্নপের তাস এখন হাতের মাঝে

কাজ যা করো বুঝেশুনে করতে হবে

ফুল কি হবে দেখেশুনে লাগাও টবে

পরে যাতে হা-হুতাশন রয় না কাজে।

 

দেখছি খুঁজে কাঁটার ফুলে দৃষ্টি মেলে

ইতিহাসের পত্র জুড়ে ‘অন্ধকাহন’

চক্ষুদুটি করলে সবে অপারেশন

শাসিত্ম পাবার ভয় কি সবি গেছো ভুলে?

 

ওড়া ঘুড়ি দেখছো দারম্নণ খুশিলয়ে

সুতা নাটাই আছে কিছু তোমার কাছে

ডিগবাজি দেয় ঘুড়ি যদি কোনো গাছে

ফুল যে নেবে যাবে তুমি কাঁটার ভয়ে?

 

যুদ্ধে যাবে যেতেই পারো নেই তো ক্ষতি

মনে রেখো তাসের সকল মতিগতি!