দর্পণ-ঠিকানা

কুমার চক্রবর্তী
 তোমার আমার মাঝে পায়ে হাঁটা পথ ছিল এক

সে-পথের ধারে ছিল গোধূলিশাসিত অস্পষ্টতা

আমরা হেঁটেছি একা সেই পথে অন্ধকারে তবু

দূরত্বশাসিত ছিল তোমার আমার আকুলতা।

কে বাজায় লুপ্ত আজানার সুর অবিরত কাছে আর দূরে

কতকাল রয়ে গেল জীবনের অপার অাঁধার

প্রতিবিম্ব একা ক্রমে মৃদুভয়ে হয়ে যায় অস্তিত্বজটিল

তার আছে আত্মমুগ্ধ স্বপ্নভার দগ্ধ এই সুরে ও বিলয়ে।

তোমার অজানা কিছু ছিল না তো, ছিল শুধু ভোলার বেদনা

আমার অজানা ছিল ঋতুবদলের দৃশ্য বস্ত্তপৃথিবীর গান

যে-পথে ছায়ারা আজ সরে যায় অনন্তর বংশীর সুরে সুরে

তোমার আমার মাঝে বিরহিত থাকে, অচেনার দর্পণ-ঠিকানা।