দুটি কবিতা

কাজল বন্দ্যোপাধ্যায়

অরণ্য : অহমের

 

হিংস্রতায় ভরা ছিল বনের জীবন,

আতঙ্কে ভরা, এক-চুলের জন্যে রক্ষা হওয়ার প্রাণ ছিল তার;

মানুষ কোথায় গেল?

 

এভাবে সে হলো। তবে এভাবে হওয়া জন্ম দেয়

হওয়ার প্রকান্ড বোধের। আর এই তার হওয়া, না-হওয়াও :

দ্বি-ধার অহম শাঁখের করাত হয়ে

দুদিকে গেল, চতুর্দিকে,

যা অরণ্যের চেহারার নয় আর,

তবু তাই জংলি,

ভয়ানক

 

সম্পদ, ক্ষমতা-প্রত্যাহার

 

সহায়-সম্পদ হয়ে গেলে

আমার বন্ধুরা দূরে চলে গেল,

কমরেডরা পার্টি ছেড়ে দিল

 

অধিকাংশ নারীর কথা ভাবি,

তাদের শীতলতার, চোখ-না-তোলার কথা,

না-ছোঁয়ার,

মুখ ফিরিয়ে রাখার,

পৃষ্ঠপ্রদর্শনপূর্বক শুয়ে থাকার