দুটি কবিতা

টোকন ঠাকুর

 

কেমন যেন লাগে

 

যে কারণে শীতকে বউ, বসন্তকে শালি ভাবতে ভালস্নাগে

কেমন যেন লাগে আমার কেমন যেন লাগে

 

এই ঋতুতেই হরিণীকে স্যালুট করে

চুমু খেতে চায় বাঘে

 

দুদিন পরই পৌষ ছাড়িয়ে দেহ পড়বে মাঘে

ভাবলেই, কেমন যেন লাগে আমার কেমন যেন লাগে

 

পরিস্থিতি

 

সুন্দর একটি বাগান দেখলে ভাবি, আমিই তো ওর মালিক কিংবা

নিদেনপক্ষে মালি কিংবা বাগানে আমিও একটা গাছ

ফুল ফুটিয়ে দাঁড়িয়ে আছি, কেউ ছিঁড়বে বলেই

 

যখন কাগজে যে-কারো একটি ভালো কবিতা পড়ি

মনে-মনে ভাবি, কবিতাটি আমারই লেখা

কিংবা যে লিখেছে আমি তার মধ্যে ঢুকে পড়েছি

 

কোথাও সুন্দর কোনো মেয়েকে দেখলে মনের মধ্যে তখন কী হয়, বলব?

Published :


Comments

Leave a Reply