দুটি কবিতা

শামীম হোসেন

 

ব্যাকরণ

 

ভাষার অধীনে যাই –

করি কার শরীর-বন্দনা!

 

পাতায় লুকিয়ে রেখে কাঁচুলির ঘ্রাণ

ভ্রূণপিঠে হেঁটে যায় –

পিঁপড়ের সারি…

 

অনুবাদে মিলে যায় শাড়ির দু’ভাঁজ!

 

যাত্রা

 

পাহাড়ে ওঠার আগে জঙ্গলে যেতে হয়

 

হেঁটে হেঁটে

ঝোপঝাড়ের পাতা সরিয়ে

ক্লান্ত শরীরে কি ছুঁয়ে আসা যায় –

 

চুড়ো…?

 

জঙ্গলে যাওয়ার আগে পা থাকা লাগে!