দুটি কবিতা

শাহজাহান হাফিজ

 

হে রূপসী, রহস্যময়ী

 

ভোর হলো; বিষণœ নদীর স্রোতে ভেসে এসে,

নারী তুমি, বললে : প্রণাম!

হে রূপসী, রহস্যময়ী, কোথায় বসত বলো,

কী তোমার নাম?

 

ফুলগুলি ঝরে যাবে, যৌবনের মতো;

বসন্তের হিল্লোলের মতো!

জমবে ধুলো, উড়বে স্মৃতি; সময় হারিয়ে যাবে,

সময়ের মতো!

থাকবে না জীবনের কোনো স্মৃতি আর!

 

তবু তুমি এলে, নদীর নিবিড় থেকে উঠে আসা

একাকী, অচেনা এক নারী!

 

হে রূপসী, রহস্যময়ী, কোথা থেকে এলে তুমি,

কী তোমার নাম?

তুমি শুধু, ভোরের আলোর মতো মৃদু হাসি হেসে,

কাছে এসে, বললে, প্রণাম!

 

 

পথ

 

পথে যেন বেরিয়েছিলাম কবে!

কাটলো বৃথা, পথেই সারাবেলা।

ফুরালো আমার যতো খেলা-মেলা।

দিন গিয়েছে; এখন রাত হবে।

পথের শেষে, শুধুই স্মৃতি রবে।

সময় শেষ; পথের শেষ কি হবে?