দুটি কবিতা

অলোকরঞ্জন দাশগুপ্ত

 

অনন্তের স্তনবৃন্তে

 

অনন্তের স্তনবৃন্তে শরণার্থী এক শিশু ঘুমিয়ে রয়েছে,

ভূমধ্যসাগরে ওরা দুইজন একই নৌকায়

ভেসে আছে, ইটালির দিকে ওই মগ্নতরী দোলে;

শিশুটির মা নেই, অনন্ত তাকে দুধ দেবে বলে

এক অপ্সরীর কাছে একটি স্তনযুগ ভিক্ষা চায়।

 

খেলতে নামলে কালো ব্যাজ পরে নিয়ো

 

তথাপি তোমায় খেলতেই হবে, দুপুরে আজ যদিও

আততায়ীদের হাতে

নিহত হয়েছে তোমার বুকের নিবিড় সতীর্থেরা

মাঠে নেমে তাই কালো ব্যাজ পরে নিয়ো।

 

খেলার এখন অর্থই নেই, জয় আর পরাজয়

সমদ্যোতিক হয়ে গেছে পৃথিবীতে,

দেশ আর দল একাকার হলে নরহত্যায় নামে

পেনাল্টি কিকে জিতে

 

এবার তুমিই টার্গেট, দেখি লোহিতসাগর ছেয়ে

তোমার রুধির বাণী,

গ্যালারিতে বসে আমরা দেখছি চলছে তোমায় ঘিরে

যমে ও মানুষে অপূর্ব টানাটানি।