দূরত্ব

হাবীবুল্লাহ সিরাজী

 

যে সমান্তরাল

তাকে উচ্চতায় স্পর্শ করা অসম্ভব জেনে

বাজপাখি উড়িয়েছিলাম,

স্তন এবং ওষ্ঠের মধ্যবর্তী আস্থায়

অববাহিকায় প্রবাহিত হতে দিয়েছিলাম নীলস্রোত –

মিল তো মাথার পুলকেই জমতে পারতো!

 

যে অসাবধান

তার শাখা-প্রশাখা বিস্তারের পূর্বাহ্নেই

স্থিত করতে চেয়েছিলাম সম্ভোগের সাফল্য,

অগ্নিশিখা ও বৃষ্টিধারা প্লাটফর্মে একত্রিত হ’লে

বর্ণনার জন্য প্রস্ত্তত রেখেছিলাম যোগ ও বিয়োগ –

ত্রিমাত্রিক কাঠামোটি একরৈখিক হতে পারতো!

 

যে-চন্দ্রভুক

সে দৃশ্যমান হবে না বুঝেও

ভূমির স্পর্ধায় বিলিয়েছিলাম ফসলের ভাষা,

কীট ও পতঙ্গের শোভাযাত্রায় অন্ধকার রেখে

নিলামের জন্য প্রস্ত্তত করেছিলাম চক্ষুদ্বয় –

মঞ্জুমালা, দূরত্ব তো তোমারই উচ্চতায়!