দেহতরী মনতরী

মুহম্মদ নূরুল হুদা

হৃৎদুনিয়ার বীজে ফুটে যদি এ-মৃৎদুনিয়া
ব্রহ্মফুলে ম-ম ত্রিভুবনে সোনার খামার,
মানুষ, তরু ও প্রাণী-অপ্রাণীর সকাতর হিয়া
অলক্ষে ফুটিয়ে তোলে যুগলাত্মা তোমার আমার।

তখন দুহাত মেলে উড়ে যাই দূরের আকাশে,
যুগল পাদুকা বৈঠা ঘাই মারে নদীজলে উদাম বাতাসে,
আমাদের দুই চোখ
দিনরাত চাঁদ ও সুরুজ হয়ে হাসে।

যতদূর যেতে চাই, ততদূর যাই চলে যাই :
আমাদের সুনির্দিষ্ট ঠিকানা বা ঘরবাড়ি নাই;
যুগলাঙ্গ দেহতরী মনতরী যায় ভেসে যায় :
আমরা সংসার গড়ি ব্রহ্মা-ের সব ঠিকানায়।

আমরা তো একে অপরকে ছাড়তে পারি না;
যে হারে হারুক, আমরা তো কখনো হারি না।
১৭.০১.২০১৭