দেহান্তর

বিশ্বজিৎ মন্ডল

 

নিবিষ্ট সোপানে শুয়ে শুনেছি – করাতকলের কান্না

তারপর পরাজিতের মতো ভুলে গেছি –

চিত্রার্পিতের উচ্চারণ

একদিন জঙ্গলমহলে জেগে ছিলাম, অহংকারী মহীরুহ

ক্রমশ প্রলোভনের প্রদোষকালে সর্বস্ব খুইয়ে

চিৎ হয়ে শুয়ে অাঁকি, গয়াসুরের ঘুম…

 

দিয়ে তো দিয়েছি পুরোমাত্রিক

আড়ালে-আবডালে পড়ে নেই, প্রতিবেশীদের ফিসফাস

গুঞ্জন ওঠার আগেই এই তো দ্যাখ –

ফালাফালা করে দিচ্ছে মাড়াইকলের আর্তনাদ

 

এভাবেই মুছে গেছে – গহন হৃদয়ের ক্লোরোফিল-সমগ্র