নতুনের ঘ্রাণ

শামস আল মমীন

দিনের আলোতে সবকিছু দেখা যায়,
এতেই আমার যতো ভয়। একবার
এক বন্ধুর বাসায় গিয়ে মুখ ফসকে বলেই
ফেলি, আমি তোকে খুন করতে এসেছি, তারপর
হাসতে হাসতে আমরা আবার বন্ধু হয়ে যাই। কিন্তু
ওসবে আমার কিছু যায় আসে না। বরং
চিরকালীন অভ্যাসে চিড় ধরে মানুষেরা
চিরহরিতের
গন্ধ নেবে এটাই স্বাভাবিক।

গাছেরা সর্বত্র আকাশমুখী; আকাশও
দিগন্তে ছড়াতে চায়
ঝাউগাছঅলা রাস্তাটি দক্ষিণে যেতে যেতে ক্লান্ত, সেও
চায় উত্তরের হাওয়া; বৃষ্টি
হলে ওখানেও সবকিছু ধুয়ে যায়…

সকলেই চায় নতুনের ঘ্রাণ।
পৃথিবীও, মনে হয়,
সূর্যের চারিদিকে ঘুরে ঘুরে ক্লান্ত।