নির্বাসন দিচ্ছো দাও

হাসান হাফিজ

 

আদিভাষা শরীরেরই শুধুমাত্র নয়। চৈতন্যেরও একই ভাষা।

মনেরও তাহলে?

এই কথা পুনরম্নক্তি দোষে দুষ্ট, তাও যাই বলে

নিরঞ্জন প্রভু জানে, তোমারই তপস্যা আমি করছি আড়ালে

 

এই পঙ্ক্তি রচনায় উপবাসে তোমারই উপমা

মনে-মনে যাচ্ঞা করে শর্তহীন ক্ষমা

জানি না করবে কি-না সুন্দরী পরমা

 

না-ই করো দুঃখ নাই এ-কথা জানাই

বিরহের প্রস্তাবনা মূর্ত করবে

নিঃসঙ্গ সানাই

 

অগ্নিভাষা পেয়ে গেছে আহুতি রোদন

দিচ্ছো দাও অভাগারে শাস্তি নির্বাসন

সানন্দে করবো আমি এ-শাস্তি গ্রহণ