পথ রোধ ক’রে বারেবার

মারুফ রায়হান

 

জোছনা-ধোয়া রাত্রি যখন কাবার

পথ রোধ ক’রে দাঁড়ালে আবার

এ ক’টা বছর কোথায় ছিলে হে ফাঁদ

দেরি হলো যে আসতে

গোঁফের তলায় শয়তানি হাসি হাসতে

 

ভেবেছ ভয়ে কাঁপব

নবীন লতার মতো হবো টলমল

সাগর ফুঁড়ে আসা রাক্ষসের

সামনে যেমন বাতাস বিহবল!

তিরিশ বছরে ঝড় কতবার উড়িয়ে নিতে এলে

ঘনান্ধকার দানো হয়ে এলে

নিভিয়ে দিতে এক ফুঁয়ে

 

ফুটো শির-চোঁয়া রক্তে আমার হৃদয়খানি ধুয়ে

বিকট করাতে ডানা দুটো ছেঁটে দিতে

কতবার বলো কত সহস্রবার?

 

তোমার মুখোশ মুখস্থ হয়ে গেছে

তোমার চরণ বহুচর্চিত

তর্জনগর্জন সেই পুরাতন

ভেবেছ এবার মাটিতে ফেলবে চিৎ

বুকের ওপর রাখবে পাহাড়-পা দুটো?

জানো না আমি কে, পাও নাই পরিচয়

বারেবার আমি মাটি ফুঁড়ে উত্থিত

আগামী কবরে সিঁধোবার আগে

জীবনের সব স্বরটুকু চেখে নিতে

জানবাজ এক অমোঘ মানব।