পথ হারাইয়াছ

দুলাল সরকার

 

বৃষ্টি তুমি কি পথ হারাইয়াছ

এখানে তো আউশক্ষেত ছিল?

 

শিউলি তুমি? তোমারও কি সঞ্চয় শেষ

হলুদ বোঁটার সঙ্গে সাদা পেখমের স্মিত মগ্নতা মনে নেই?

 

স্বর্ণ আমন সুপুষ্ট অধর অগ্রহায়ণের অনুভূতি

তারপর বিষণ্ণ বিষাদ খরের নির্জন

 

ভুলে গেছ উত্তুরে হাওয়ার চন্দন চন্দন ঘ্রাণ

শীতের হেমাঙ্গ শীর্ণ গৃহী-সন্ন্যাসিনীর দেহের গোধূলি

 

তারপর ফাগুন আসে অনঙ্গ বসন্ত ক্যাকটাস

সৃষ্টিসুখের উৎসাহে টগবগ ভুলেই কি গেছ?

 

ঝড়-বৃষ্টির বিদ্যুৎ লহমা ধাবমান

ঘোড়ার খুরের শব্দে ধূলির ঝড়ের ইতিহাস

 

তবে কি এদের সবার সঙ্গে ভালোবাসা শব্দটিও, হারাইছে পথ

ক্রাচপায়ে কতদূর যাইতে পারে মুক্তাঞ্চল এখন কোথায় পাবে?