পরদেশি

পিনাকী ঠাকুর

পেটে লাথি মারল তবু বলতে হবে, ‘দোয়া করো পির’!
শহর-বাজারে ঘুরছি পরদেশি ব্যর্থ মুসাফির।
কামান, নাগরিভাষা, সেনাবাহিনীর কুচকাওয়াজ,
তাপ্পি মারা আলখাল্লা, এই দেহে ফকিরের সাজ

মনে আজ বেঁধে রাখছি করুণ সংলাপ, জারিগান
‘কল্যাণের দিকে এসো’ – মুয়াজ্জিন দিচ্ছেন আজান

এই দিল্ মরুস্বর্গ, কারবালায় আজও ঝরছে খুন
আশরফি ছুড়ে দিলে আমাকেই, জুলেখা খাতুন?