পরিতাপের পরিধি

হাফিজ রশিদ খান

 

চিপা গলি আমার ভালো লাগে না

খালি ঠেলে

খালি ফেলে দেয়

উঠে দাঁড়াতেই দিচ্ছে না এসব মহল্লার সমাজকর্মীরা

 

তাহারা দারুণ শ্মশ্রুমন্ডিত সুন্দর –

বায়তুল্লায় নিতুই গতায়াত

নিবিড়-নিবিড়তম সেজদায়

 

উহাদের ঝলমলে শামিয়ানাযুক্ত

রোশনাইভরা দাওয়াতে গবাদিপশু কতো

খুশবু ছড়িয়ে রান্না হয়

স্বচ্ছ পলিথিন ভরে চৌকস কর্মীরা চাঁদাদাতাদের ঘরে-ঘরে

পৌঁছে দেয় কায়দাসমেত

 

আমি হাত পাতলে বেগানা গুয়ের গন্ধের মতো

ছুড়ে দেয় ভাগাড়ের পাশে

 

সারা গায়ে শতচ্ছিন্ন কম্বল জড়ানো

দাঁড়াই সদর রাস্তায় আকুতিহীন

জ্বলজ্বলে চোখের ভাষায়

 

ধাবমান জনপরিবহনের অভ্যন্তর থেকে উড়ে আসা

দয়া ও দানের বরকতে ভরে যায়

আমার জোববার জেব

 

দস্যু কে বা কাহারা জানি না

 

পরদিন ধলপ্রহরে উলঙ্গ আমি আবার

আগের জায়গায় ফিরি

 

স্বজনের সুশীতল ছায়ার আশায়…ঃ