পাথর আলাপ

দিলীপ কির্ত্তুনিয়া

পাথরও একটা কারণ
অনেক কিছুর।
পাথরও নিস্তব্ধ বুকের
উদাহরণ – অনেক সময়ে।
পাথর আমাদের লাগে কাজে
অনেক কাজে।
পাথর কাজে লাগে ব্যবহৃত হলে
কথা বলা শুরু করে।
যে পাহাড়ের পাথর
সেই পাহাড় আড়মোড়া ভাঙে
আর চলতে শুরু করে।
পাথর আলো জ্বালে ঘরবাড়ির
পাথর জ্বালায় শিখা রাস্তাঘাটের
পাথরের বুকে ঝরনার গান নামে।

পাথরের বুকে জমা থাক
কিছু কথা – আমার।
কিছু কথা অপ্রকাশিত থাক
তোমার।