পিরিতি পূজারি

মিজানুর রহমান বেলাল

এ কোন অভিনব চিন্তামগ্নে শূন্যে উঠালি – জলের উপর গৃহস্থালি

লুকানো আগুনে পুড়িবে যখন পিরিতি রসে রসিকরঞ্জিত অঙ্গখানি।

 

পিরিতের পিদিম বিবাগী সন্ধ্যায় নিভে গেলে বাঁচিবো কেমনে সখি

যদি পৃথিবীর ভূমিতে-বিভেদ পুড়ে যায় – উড়ুউড়ু উড়ন্ত মনপঙ্খি;

যদি কলঙ্কের কালিমা কান পেতে শোনে উদাস নিশিরাত্তির চাঁদপ্রহরী।

 

ভয়ে কাঁপে থরথর পিরিতিগীতি, কণ্ঠে তুলিবে অবুঝ প্রকৃতি

সখি কেমনে বাঁচিবো তুমিহীনা আমি এক পিরিতি পূজারি।