পোশাক

কামরুল ইসলাম

ব্যক্তিত্বের হ্যাংগারে ঝোলানো কারিকুলাম – এইসব পোশাক-আশাক

মধ্যপ্রহরের প্রার্থনা বেয়ে ঢুকে পড়ে বসন্তের এলোমেলো বাগানে-

পোশাক মূলত একরং থেকে আরেক রঙে যাবার সহজ উপায়, আর এই

জাগতিক খেলা পাতাঝরার আকৃতি নিয়ে বনবাদাড়ের স্বপ্নের দিকে ওড়ে

 

খোলা পথের চারপাশে বিবাহিত মনের কুমারীগণ বৈধব্যের পাঠ নিচ্ছে

এমনই ছায়ায়। পোশাক কখনো জটিল জ্যামিতির অদৃশ্য থিওরেম –

তোমরা সেই পোশাকের তলে নিজেকে লুকিয়ে বনে-বনে উড়িয়ে দিচ্ছো

নিজেরই সর্বনাশ, আর যখন বাড়ি ফিরছো – সাথে আসা পথগুলোর

কাছে তোমাদের আহারবিদ্যার চটিপুস্তকটি আর খুঁজে পাচ্ছো না

কারণ, তোমরা পোশাকের বর্ণ-চেতনায় বড়ো বেশি কান পেতে আছো