প্রচ্ছদ-পরিচিতি

১৯৪৩ সালে কলকাতায় তোলা জয়নুল আবেদিনের একটি ফটোগ্রাফ অবলম্বনে প্রচ্ছদের ড্রইং রফিকুন নবীর। এই সময়ে তিনি দুর্ভিক্ষের চিত্রমালা অঙ্কনের মধ্য দিয়ে খ্যাতিমান হয়ে ওঠেন। স্কেচগুচ্ছ জয়নুল আবেদিন-অঙ্কিত। কালি ও কলমের এ-সংখ্যার অঙ্গসজ্জা মৃত্যুর কয়েকদিন আগে করেন কাইয়ুম চৌধুরী।

Published :


Comments

Leave a Reply