প্রতীক্ষিত পিপাসার দ্বিধা

সুহিতা সুলতানা

 

মাটি ও জলের মুখোমুখি ঝুলে আছে তার ঈর্ষাতুর হাসি

কিসে পাপ আর কিসে অপরাধ য্যানো জানে না সে। ইতস্তত

ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্রতীক্ষিত পিপাসার দ্বিধা। তোমাকে

না দেখে কীভাবে বাঁচে প্রাণ বলো দেখি? কেন এতো আক্রোশ পুষে

রাখো মনের ভেতরে? কেন ঈষৎ উঁচিয়ে ধরো বিষাদের দ্রাক্ষারস?

বিভ্রান্ত নেশার ঘোরে নির্বোধ কেন হও তুমি? দরোজায় কড়া নাড়ে

উদ্ভট ঋতুর বৈভব। তাহলে মৃত চাঁদ ভেসে যাবে আকাঙ্ক্ষিত জলে?

মৌন গাঢ় অন্ধকারে বিপন্নতা ভীষণ চমকে দিয়েছে অন্তর্গত দেহের

ভূ-ভাগ। নির্ঘুম রাতের পাশে শাঁখের করাত আত্মমগ্ন বিষাদ

 

ডুবসাতাঁর খেলে স্মৃতির যমুনাজলে। লিডসের আকাশে ওড়ে

দূরবাস্তবতা। আর আমি য্যানো এক মুগ্ধ শ্রোতা জী%